https://public-voice24.com/wp-content/uploads/2022/03/favicon.ico-300x300.png
ঢাকাবুধবার , ২৯শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

বাণিজ্যমন্ত্রী পদত্যাগের দাবি জাতীয় যুব জোটের

পাবলিক ভয়েস
মার্চ ১২, ২০২২ ৩:৩৫ অপরাহ্ণ
Link Copied!

খাদ্য দ্রব্যের দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ার অভিযোগ এনে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশীর পদত্যাগ দাবি করেছে জাসদের সহযোগী সংগঠন জাতীয় যুব জোট। শনিবার (১২ মার্চ) বঙ্গবন্ধু এভিনিউতে অনুষ্ঠিত জাসদ চত্বরে মানববন্ধন কর্মসূচিতে এ দাবি জানানো হয়।

‘ওএমএস কার্যক্রম, ট্রাকসেল বৃদ্ধি এবং রেশনিং চালুর দাবি’তে এ কর্মসূচি পালন করে জাতীয় যুবজোট।

জাতীয় যুব জোটের সহ-সভাপতি আমিনুল আজিম বনির সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন জাতীয় যুব জোটের সভাপতি ও জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, জাসদের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা সফি উদ্দিন মোল্লা, জাতীয় যুব জোটের  সাধারণ সম্পাদক ও জাসদের গণমাধ্যম সম্পাদক শরিফুল কবির স্বপন, জাসদের দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন প্রমুখ।