রাজশাহী নগরীর চন্দ্রিমা থানাধীন কোটাপুকুর মোড়ে একটি নির্মাণাধীন ভবনের পাইলিংয়ের সময় পাশের একটি দেয়াল ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত হয়েছেন চার শ্রমিক। তাদেরকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের ৮ ও ৩১ নম্বর ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে পাইলিংয়ের মাটি খোঁড়ার সময় এ দুর্ঘটনা ঘটে। মোট পাঁচ শ্রমিক ধসে পড়া দেয়ালের নিচে চাপা পড়েন।
মারা যাওয়া শ্রমিকের নাম রিয়াজউল (৪০)। আহতরা হলেন- এনামুল হক (৩৫), পিলীপ (৪৩), মনজুর আলম (৩৫) ও কাজেম আলী (২৭)।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, প্রায় পাঁচ কাঠা জমিতে এন্তাজ আলী নামের এক ব্যক্তি ভবন নির্মাণ করছিলেন। সেখানে পাইলিংয়ের কাজ চলছিল। পাশেই একটি পুরান দেয়াল ছিল। কাজের সময় সেটি ধসে পড়ে। এতে ঘটনাস্থলেই এক শ্রমিক মারা যান। তিন জনকে আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনাস্থলে গিয়ে রাজিব ইসলাম নামে এক শ্রমিককে পাওয়া গেছে। তিনি জানান, তার বাড়ি গোদাগাড়ী উপজেলার রাজাবাড়িতে। তারা মোট ১৭ জন শ্রমিক কাজ করছিলেন। দেয়াল পড়তে থাকলে তিনি লাফ দিয়ে নিজেকে বাঁচান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চন্দ্রিমা থানার ওসি ইমরান হোসেন জানান, এখনও ফায়ার সার্ভিসের টিম কাজ করছে। আপাতত এর বেশি কিছু বলা যাচ্ছে না।
রাজশাহী ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. দিদারুল আলম জানান, এখানে মোট ১৭ জন শ্রমিক কাজ করছিলেন। আহত এক শ্রমিক দুই জন নিহতের কথা বলছেন। কিন্তু তারা এখন পর্যন্ত একজন নিহতের বিষয়ে নিশ্চিত হতে পেরেছেন। আহত চার জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এখনও উদ্ধার তৎপরতা চলছে।