দলের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের বিষয়ে সতর্ক থাকতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন খুলনার সিটি মেয়র ও মোংলা-রামপাল আসনের সাবেক সংসদ সদস্য তালুকদার আব্দুল খালেক। তিনি বলেন, ‘রাজনৈতিক জীবনে কোনোদিন ঘের-বাড়ি লুট করিনি, মাস্তান পুষিনি। এই দিন দিন নয়, সামনে আরও দিন আছে। যারা দলের ক্ষতি করেছেন তাদের সঙ্গে আপস নেই, তাদের বয়কট করুন। শনিবার (১২ মার্চ) মোংলায় স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত এক কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। তবে মেয়রের মন্তব্য নিয়ে শুরু হয়েছে আলোচনা। তিনি প্রতিপক্ষ দল নাকি নিজ দলের বিদ্রোহীদের নিয়ে এমন মন্তব্য করেছেন, তাই নিয়ে চলছে কথা। স্থানীয় নেতাকর্মীরা জানান, দীর্ঘ প্রায় এক বছর পর মেয়র খালেক মোংলায় আসেন। পরে নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় শেষে কর্মী সভায় যোগ দেন তিনি। মোংলা উপজেলা আ.লীগের সভাপতি সুনিল কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, অসুস্থতার কারণে দীর্ঘ এক বছর আপনাদের সময় দিতে পারিনি। এখন হয়ে সুস্থ হয়ে আপনাদের মাঝে এসেছি। নতুন করে কার্যক্রম শুরু করতে হবে। ২০২৩ সালের জাতীয় নির্বাচনের আগে দলীয় সব পর্যায়ের নেতাকর্মীদের শক্তিশালী করতে হবে। কারণ প্রতিপক্ষ জামায়াত-বিএনপিসহ অন্যান্য কিছু দল গোপনে এক হয়ে গেছে। তারা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে উন্নয়নমূলক কর্মকাণ্ড বাধাগ্রস্থ করছে। তিনি আরও বলেন, রাজনৈতিক জীবনে কোনোদিন ঘের-বাড়ি লুট করিনি, মাস্তান পুষিনি। এখন অনেক কথা শুনি। যাদের কথা বলা সাহস হয়নি, তারাও নাকি অনেক কথা বলেন। তবে বেশি বারাবাড়ি ভালো না, অনেক বেড়েছেন এখন থেমে যান। দলের ক্ষতি করতে চান, তবে এই দিন দিন না, সামনে আরও দিন আছে। বিগত দিনে যারা দলের সঙ্গে বেঈমানি করেছেন তাদের সঙ্গে কোনও আপস হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। এ সময় আরও বক্তব্য রাখেন স্থানীয় এমপি বন,পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপমন্ত্রী মেয়র পত্নী বেগম হাবিবুন নাহার, উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, পৌর মেয়র ও পৌর আ.লীগের সভাপতি মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম হোসেন, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক প্রমুখ।