পুবের ইউক্রেনের ডনবাসের লুহানস্কের ৭০ ভাগ নিয়ন্ত্রণে নিয়েছে মস্কো সমর্থিত বিদ্রোহীরা। এমনটাই জানিয়েছেন সেখানকার গভর্নর সেরহি হাইদাই। এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
ফেসবুকে বিবৃতিতে তিনি আরও বলেন, অঞ্চলটি থেকে সাধারণ মানুষ নিরাপদে সরে যাওয়ার কোনও সুযোগ পাচ্ছে না। কোনও মানবিক করিডোর স্থাপন হয়নি।
গত ২১ ফেব্রুয়ারিতে রুশপন্থী বিদ্রোহীদের নিয়ন্ত্রিত পূর্ব ইউক্রেনের বিচ্ছিন্ন দুই অঞ্চলকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে রাশিয়া। এ সংক্রান্ত ডিক্রিতে স্বাক্ষরও করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনের বিচ্ছিন্ন দুই অঞ্চল ডোনেস্ক ও লুহানস্ক। এই অঞ্চলগুলো রাশিয়া সমর্থিত বিদ্রোহীদের আবাসস্থল। তারা ২০১৪ সাল থেকে ইউক্রেনের বাহিনীর বিরুদ্ধে লড়াই করছে।
পুতিন ইউক্রেনে সামরিক অভিযান ঘোষণার পর ওই দুটি অঞ্চলে রুশপন্থী বিদ্রোহীদের সঙ্গে ইউক্রেনের সামরিক বাহিনীর নতুন করে ব্যাপক লড়াই শুরু হয়েঝে। ইতোমধ্যে এলাকা ছেড়েছেন বহু মানুষ।