https://public-voice24.com/wp-content/uploads/2022/03/favicon.ico-300x300.png
ঢাকাবুধবার , ২৯শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার হলো শয়নকক্ষ থেকে

পাবলিক ভয়েস
মার্চ ১২, ২০২২ ৩:২৩ অপরাহ্ণ
Link Copied!

বরগুনার বেতাগীতে নিজেদের শয়নকক্ষ থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।  শনিবার (১২ মার্চ) সকালে স্বামী আসলাম হাওলাদার (২২) ও তার স্ত্রী তামান্না বেগমের (১৮) লাশ উদ্ধার হয়। আসলাম উপজেলার মোকামিয়া ইউনিয়নের জোয়ার করুণা এলাকার মনির হাওলাদারের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, এক বছর আগে বাড়ির পাশের হিরু হাওলাদারের মেয়ে তামান্নার সঙ্গে আসলামের প্রেমের সম্পর্ক থেকে বিয়ে হয়। তার বাবা ঢাকায় রডের মিলে কাজ করেন। মা এবং স্ত্রীকে নিয়ে আসলাম বাড়িতেই থাকতেন। বৃহস্পতিবার আসলামের মা পারভীন আক্তার তার বাবা বাড়ি বেড়াতে যান।  শনিবার সকালে প্রতিবেশীরা আসলাম দম্পতির সাড়া-শব্দ না পেয়ে তালা ভেঙে ঘরে প্রবেশ করেন। এসময় ঘরের দোতালায় শয়নকক্ষে তাদের ঝুলন্ত লাশ দেখতে পান। পরে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

তামান্নার মা জেসমিন আক্তার বলেন, এক বছর আগে আসলামের সঙ্গে আমার মেয়ের বিয়ে হয়। এরপরে থেকে তাদের সঙ্গে আমাদের আর যোগাযোগ ছিল না।

ঘটনাস্থলে আসা বেতাগী থানা পুলিশের উপ-পরিদর্শক মো. শাখাওয়াত হোসেন বলেন, বাড়ির দোতলা থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছি। রহস্য উন্মোচনে সিআইডি টিম বিষয়টি তদন্ত করছে।

বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর-বেতাগী সার্কেল) মো. মেহেদী হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।