https://public-voice24.com/wp-content/uploads/2022/03/favicon.ico-300x300.png
ঢাকাবৃহস্পতিবার , ২৩শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

১৫ ঘর আগুনে পুড়লো চট্টগ্রামে

পাবলিক ভয়েস
মার্চ ১২, ২০২২ ৩:২৫ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রামের সাতকানিয়ায় আগুনে পুড়েছে ১৫টি বসতঘর। শুক্রবার (১১ মার্চ) রাত ২টার দিকে উপজেলার নলুয়া ইউনিয়নের ৯ নম্বর দক্ষিণ মরফলা মুন্সির বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের একটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানান, আগুনে ১৫টি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই এলাকার দিদারুল আলম, মঞ্জুরুল আলম, নুর মোহাম্মদ, শের মোহাম্মদ, নুরুল আলম, আবদুল খালেক, আবদুল মালেক, জাকির হোসেন ও সামসুল ইসলামের বসতঘর পুড়ে গেছে।

সাতকানিয়া উপজেলা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার হুমায়ূন কার্নায়েন বলেন, শুক্রবার রাত ২টার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কমপক্ষে ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানান তিনি। তবে অগ্নিকাণ্ডের কারণ বিষয়ে তিনি কিছু জানাননি।