যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের জন্য বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের দিকে আঙুল তুলেছেন। ট্রাম্প বলেছেন, তিনি ক্ষমতায় থাকলে পুতিন কখনও একটি যুদ্ধ শুরু করতেন না। মার্কিন সংবাদমাধ্যম দ্য হিল এখবর জানিয়েছে।
এক সমাবেশে ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রকে এই যুদ্ধ থেকে দূরে থাকতে হবে। এখনও মার্কিনিদের এই সংঘাত থেকে দূরে রাখার সুযোগ রয়েছে বাইডেনের।
ট্রাম্প বলেন, বাইডেনের সব দুর্বলতা, ভীরুতা ও অযোগ্যতার পরও তার সামনে আমেরিকানদের রক্তাক্ত যুদ্ধে না জড়িয়ে এই ট্র্যাজেডি বন্ধের পথ রয়েছে।
তিনি ধারণা করছেন, এই আক্রমণ অব্যাহত থাকলে তা আরেকটি বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে যাবে। বলেন, এটি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে নিয়ে যেতে পারে। কী ঘটছে তা আমি দেখছি। কারণ আপনারা যদি মনে করেন পুতিন থেমে যাবেন, তাহলে পরিস্থিতি খারাপ থেকে খারাপতর হবে। পুতিন এটি মেনে নেবেন না এবং তার সঙ্গে কথা বলার মতো কেউ নেই আমাদের।
ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের পর দেশটির ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছেন বাইডেন। পুতিন, তার মন্ত্রী ও রুশ ধনকুবেরদের নিশানা করা হয়েছে নিষেধাজ্ঞা। সম্প্রতি রুশ তেল, প্রাকৃতিক গ্যাস ও কয়লা আমদানিও এর আওতায় এসেছে।
ভেনেজুয়েলা, ইরান ও সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনার সমালোচনা করেছেন ট্রাম্প।