আগামী দুই বছরের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনের(বাফুফে) বেভারেজ পার্টনার হয়েছে টিকে গ্রুপের অন্যতম পণ্য পুষ্টি। রবিবার বাফুফে ভবনে দুই পক্ষের মধ্যে এই সংক্রান্ত চুক্তিও হয়েছে।
চুক্তি অনুযায়ী জাতীয় দলের অনুশীলন চলাকালীন ও বাফুফের কার্যক্রমে পানীয় সরবারহ করবে টিকে গ্রুপ। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাফুফের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী বলেছেন, ‘এই বছর আমাদের ব্যস্ত সূচি, বিশ্বকাপ ফুটবল রয়েছে, এরই মধ্যে অনেক টুর্নামেন্টও করেছি। সামনে আরও হবে। ফলে এই পর্যায়ে এসে বেভারেজ পার্টনার পেয়ে খুশি। আমাদের বছরে ৫৪ লাখ টাকার মতো পানীয় লাগে।’
টিকে গ্রুপের মার্কেটিং ডিরেক্টর মোফাজ্জল হকও বাফুফের সঙ্গে যুক্ত হতে পেরে খুশি, ‘ফুটবল এখনও স্কুল, কলেজ ও তৃণমূলে জনপ্রিয় খেলা। আমাদের কোম্পানিও মনে করে ফুটবল এই দেশের জনপ্রিয় একটি খেলা। আমরা ফুটবলের সঙ্গে যুক্ত হতে পেরে খুশি।’