https://public-voice24.com/wp-content/uploads/2022/03/favicon.ico-300x300.png
ঢাকাবৃহস্পতিবার , ২৩শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

রাশিয়া ইউক্রেনের আরও একজন মেয়রকে অপহরণ করেছে

পাবলিক ভয়েস
মার্চ ১৩, ২০২২ ৬:৪০ অপরাহ্ণ
Link Copied!

ইউক্রেনের আরও একজন মেয়রকে অপহরণ করেছে রুশ বাহিনী। রবিবার ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা এমন দাবি করেছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।

ইয়েভেন মাতভেয়েভ নামের ওই ব্যক্তি ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর দিনিপ্রুদনের মেয়র ছিলেন।

দিমিত্রো কুলেবা বলেন, ‘রাশিয়ান যুদ্ধাপরাধীরা’ মেয়র ইয়েভেন মাতভেয়েভকে অপহরণ করেছে। এ নিয়ে গত তিন দিনে এ নিয়ে ইউক্রেনের দুই জন মেয়রকে রুশ সেনারা অপহরণ করেছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, স্থানীয়দের কাছ থেকে কোনও রকমের সমর্থন না পেয়ে হামলাকারীরা ভয়ঙ্কর হয়ে উঠেছে। ইউক্রেন ও গণতন্ত্রের বিরুদ্ধে রাশিয়ার এই নৃশংসতা থামাতে দুনিয়ার সবকটি দেশ এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি।

এর আগে শুক্রবার রুশ সেনাদের বিরুদ্ধে মেলিতোপোল শহরের মেয়র ইভান ফেডোরভকে অপহরণের অভিযোগ করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এরইমধ্যে স্থানীয় টেলিভিশনে সেখানে একজন নতুন মেয়র নিয়োগের ঘোষণা দেওয়া হয়েছে। এর কয়েক ঘণ্টার মাথায় দ্বিতীয় আরেকটি শহরের মেয়রকে অপহরণের খবর এলো।

মেলিতোপোল শহরের নবনিযুক্ত মেয়র স্থানীয় বাসিন্দাদের প্রতি ‘উগ্রপন্থী কর্মকাণ্ডে’ না জড়ানোর আহ্বান জানিয়েছেন। শহরটিতে কারফিউ জারি করা হয়েছে।