চট্টগ্রামে মাদক মামলায় রশিদুল ইসলাম (২৮) নামে এক যুবককে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার (১৪ মার্চ) দুপুরে চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁইঞা এই রায় ঘোষণা করেন। রশিদুল কক্সবাজারের টেকনাফ থানার হিলি এলাকার বাসিন্দা।
আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ জানান, আদালত এই মামলায় চার জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আসামিকে ৫ বছর সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ২৫ জানুয়ারি বাকলিয়া থানার রাহাত্তারপুল এলাকা থেকে ৩শ’ পিস ইয়াবাসহ রশিদুলকে গ্রেফতার করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তারা। এ ঘটনায় অধিদফতরের তৎকালীন পরিদর্শক ব্রজলাল চাকমা বাদী হয়ে বাকলিয়া থানায় মামলা করেন।