https://public-voice24.com/wp-content/uploads/2022/03/favicon.ico-300x300.png
ঢাকাবৃহস্পতিবার , ২৩শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

প্রধানমন্ত্রীর নির্দেশঃ ভোজ্যতেলসহ আমদানি পণ্যের ভ্যাট কমানো

পাবলিক ভয়েস
মার্চ ১৪, ২০২২ ১:১৮ অপরাহ্ণ
Link Copied!

ভোজ্য তেলসহ যেসব পণ্য আমদানি করতে হয় সেগুলোর আমদানি ভ্যাট যতটা সম্ভব কমিয়ে আনার জন্য মন্ত্রিসভাকে নির্দেশনা দিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (১৪ মার্চ) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে গণভবন প্রান্ত থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এমন নির্দেশনা দেন প্রধানমন্ত্রী

বৈঠক শেষে সচিবালয়ে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, সেক্ষেত্রে তেলের আমদানি ভ্যাট ১৫ শতাংশ যেটা আছে সেটা কতটা কমিয়ে আনা যায়, সেটা এনবিআরকে খতিয়ে দেখার নির্দেশনা দেওয়া হয়েছে। দ্রুত সময়ের মধ্যে তা কার্যকর করার নির্দেশনা দিয়েছে প্রধানমন্ত্রী।