https://public-voice24.com/wp-content/uploads/2022/03/favicon.ico-300x300.png
ঢাকাবৃহস্পতিবার , ২৩শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

বার্সেলোনা পিকের ৬০০তম ম্যাচে তিনে উঠলো

পাবলিক ভয়েস
মার্চ ১৪, ২০২২ ১:০৭ অপরাহ্ণ
Link Copied!

জেরার্দ পিকে বার্সেলোনার হয়ে ৬০০তম ম্যাচ খেলতে নেমেছিলেন। তার মাইলফলকের ম্যাচটা জয়ে রাঙিয়েছে কাতালানরা। লা লিগায় ওসাসুনাকে হারিয়েছে ৪-০ গোলে। টানা চার জয়ে পয়েন্ট টেবিলের তিনেও উঠে গেছে জাভির দল।

বৃহস্পতিবার ইউরোপা লিগের শেষ ষোলোয় হতাশ হতে হয়েছিল জাভির শিষ্যদের। প্রথম লেগে ঘরের মাঠে গ্যালাতেসারের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে। ওই ম্যাচের তিনদিন পর মাত্র ১৪ মিনিট লেগেছে বার্সার ডেড লক ভাঙতে। সেজন্য মিডফিল্ডার গাভিকে কৃতিত্ব দিতেই হবে। থ্রু বলের ছোঁয়া পেতে ডিফেন্ডারদের কাটিয়ে বক্সে ঢুকে গিয়েছিলেন। কিন্তু তাকে বাজেভাবে ফেলে দেন নাচো ভিদাল। রেফারি পেনাল্টি সিদ্ধান্ত দিতে মোটেও বিলম্ব করেননি। স্পট কিক থেকে জাল কাঁপিয়ে দেন ফেরান তোরেস। ক্লিনিক্যাল ফিনিশে ব্যবধান দ্বিগুণ করতে সময় নেননি সাবেক ম্যানসিটি স্ট্রাইকার। ২১ মিনিটে ওসমান দেম্বেলের থ্রু বলে স্কোর করেন ২-০।

দেম্বেলের আরেক অ্যাসিস্টে ২৭ মিনিটে তৃতীয় গোলটি করেছেন পিয়েরে এমেরিক আউবামেয়াং। ৭৫ মিনিটে চতুর্থ গোলটি করেছেন বদলি হয়ে নামা রুই পিগ।

২৭ ম্যাচে তিনে ওঠা বার্সার সংগ্রহ ৫১ পয়েন্ট। সমান ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে রিয়াল মাদ্রিদ। এক ম্যাচ বেশি খেলা সেভিয়া ৫৬ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান করছে।

লিগে টানা ম্যাচ জেতা বার্সা রবিবার এল ক্লাসিকোয় মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদের। ছন্দে থাকলেও কোচ জাভি হার্নান্দেজ মনে করছেন, রিয়ালের ১২ পয়েন্টের লিড অতিক্রম দূর দিগন্তের ভাবনা, ‘আমার মনে হয় না এই মৌসুমে লিগ জয় সম্ভব। রিয়াল এখনও অনেক দূরে।’