https://public-voice24.com/wp-content/uploads/2022/03/favicon.ico-300x300.png
ঢাকাবৃহস্পতিবার , ২৩শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

২০০ শিশু হতাহত রুশ অভিযানে: ইউক্রেন

পাবলিক ভয়েস
মার্চ ১৪, ২০২২ ৫:৩৮ অপরাহ্ণ
Link Copied!

ইউক্রেনে চলমান রুশ অভিযানে ২০০টির মতো শিশু হতাহত হয়েছে। এর মধ্যে ৯০ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১০০-এরও বেশি শিশু। সোমবার ইউক্রেনের জেনারেল প্রসিকিউটরের দফতরের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

বিবৃতিতে বলা হয়েছে, রাজধানী কিয়েভ, খারকিভ, ডোনেস্ক, চেরনিহিভ, সুমি, খেরসন, মাইকোলাইভ এবং জাইটোমির অঞ্চলে সবচেয়ে বেশি সংখ্যক শিশু হতাহতের শিকার হয়েছে।

রাশিয়া অবশ্য বরাবরই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তুতে পরিণত করার বিষয়টি অস্বীকার করে আসছে।

এদিকে জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর)-এর এক বিবৃতিতে বলা হয়েছে, রাশিয়ার সামরিক অভিযানের কারণে বাধ্য হয়ে দেশ ছেড়েছেন ২৫ লাখেরও বেশি ইউক্রেনীয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটিই ইউরোপে শরণার্থীদের সবচেয়ে বড় ঢেউ। পলায়নপর শরণার্থীদের বেশিরভাগই নারী ও শিশু। সবচেয়ে বেশি শরণার্থী ঢুকেছে প্রতিবেশী পোল্যান্ডে। পার্শ্ববর্তী দেশ হাঙ্গেরি এবং স্লোভাকিয়াতেও প্রবেশ করেছে অনেকে।