ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি যাত্রীবাহী চলন্ত বাস আগুনে পুড়ে গেছে। মঙ্গলবার (১৫ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের নতুনপাড়া নুরমার দীঘির পাড় এলাকায় চট্টগ্রাম শহর অভিমুখী ওই বাসটিতে আগুন লাগে। এ ঘটনায় বাসের ভেতর থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা জানান, আগুনে বাসটির বেশির ভাগ অংশ পুড়ে গেছে। সড়কের মাঝখানে বাসে আগুন লাগায় দুই দিকে যানবাহন আটকা পড়ে। এতে ওই সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পরে ফায়ার সার্ভিস ও হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনে গাড়িটি সড়কের একপাশে আনলে পুনরায় যান চলাচল স্বাভাবিক হয়। এতে কেউ হতাহত হননি। তবে আগুন লাগার খবরে বাস থেকে হুড়োহুড়ি করে নামতে গিয়ে কয়েকজন পদদলিত হয়ে আহত হয়েছেন।
সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নুরুল আলম দুলাল বলেন, ‘যাত্রীবাহী বাসে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই। প্রায় আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। সবযাত্রী নিরাপদে বাস থেকে নেমে এসেছেন।’
সীতকুণ্ড বারো আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হক বলেন, ‘গাড়িটি উত্তরবঙ্গ থেকে যাত্রী নিয়ে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। সীতাকুণ্ড থানা এলাকায় এলে আগুন ধরে যায়। গাড়ির বক্সে নয়টি ছাগল ছিল। আমরা সেগুলো জীবিত উদ্ধার করেছি। আগুনে ক্ষতিগ্রস্ত বাসটি আমাদের হেফাজতে নিয়েছি।’