ইউক্রেনের রাজধানী কিয়েভের একটি বহুতল ভবনে বোমা হামলায় অন্তত দুই জন নিহত হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার সকালে ১৬ তলা বিশিষ্ট ভবনটিতে এই বোমা হামলা চালানো হয়। ইউক্রেনের জরুরি বিভাগের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
ফেসবুকে দেওয়া এক পোস্টে ইউক্রেনের জরুরি পরিষেবা কর্তৃপক্ষ জানিয়েছে, দুই জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আরও ২৭ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
১৬ তলা ভবনটি পশ্চিম কিয়েভের সোভিয়াটোশিনস্কি জেলায় অবস্থিত।
পোডিলস্ক এলাকায় আরেকটি আবাসিক ভবনও হামলার শিকার হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের জরুরি বিভাগ।