বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘আগামী নির্বাচন সুষ্ঠু হবে কিনা এবং জনগণ ভোট দিয়ে তাদের পছন্দমতো প্রতিনিধি বানাতে পারবে কিনা–এ নিয়ে দেশের জনগণের মধ্যে শঙ্কা কাজ করছে।’
শনিবার (১৯ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে স্বাধীনতা অধিকার আন্দোলনের উদ্যোগে বিএনপির সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন এবং খ্যাতিমান আইনজীবী ও রাজনীতিবিদ ব্যারিস্টার মওদুদ আহমেদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক শোকসভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
আমীর খসরু বলেন, ‘জীবনের নিরাপত্তা, সুষ্ঠ বিচার ব্যবস্থা সবকিছুই নির্ভর করছে আগামী নির্বাচনের উপর। দেশ যে দিকে যাচ্ছে—তাতে এক ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হবে।’
তিনি বলেন, আজকে কষ্ট হয়, জনগণ জানতে চায়—বিএনপি আগামী নির্বাচনে অংশ নেবে কি নেবে না। এই মুহূর্তে যারা জানতে চায়—বিএনপি নির্বাচনে অংশ নেবে কিনা, তারা কি চোখে দেখে না? তাদের কী বোধ শক্তি নাই? তাদের যদি বোধ শক্তি থেকে থাকে, তাহলে তারা তো বোঝার কথা—বাংলাদেশে কোনও নির্বাচন আছে কিনা, যেখানে অংশগ্রহণ করার প্রশ্ন আসতে পারে।’
তিনি আরও বলেন, ‘বিএনপি নির্বাচনে অংশ নেবে কি নেবে না, এটা তো প্রশ্ন করার দরকার নেই। জনগণ ভোট দিতে পারবে কি পারবে না, এটা প্রশ্ন করার দরকার আছে! সুতরাং বিষয়টি পরিষ্কার। অতএব এই প্রশ্ন যাতে আর কেউ না করে।’
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘আগামী নির্বাচন যদি হয়, তাহলে সেটা হতে হবে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে। তাছাড়া নির্বাচন হবে না।’
শোকসভায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, ‘আমার কেন জানি মনে হয়—২০২২ সালের মধ্যে একটা পরিবর্তনের ঝড় উঠবে। এই ঝড় গণতন্ত্রের স্বপক্ষের, স্বাধীনতার স্বপক্ষের, এই ঝর ১৯৭১ সালে যারা শহীদ হয়েছিল তাদের স্বপক্ষে।’
আয়োজক সংগঠনের সভাপতি ড. কাজী মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে শোকসভায় আরও উপস্থিত ছিলেন—ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক আব্দুস সালাম, জাতীয় দলের সভাপতি এহছানুল হুদা, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ প্রমুখ।