রুশ বাহিনীকে সহায়তায় ইউক্রেনে নিজেদের যোদ্ধা পাঠানোর কথা প্রত্যাখান করেছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্রগোষ্ঠী হিজবুল্লাহ। শুক্রবার নিজেই জানিয়েছেন শিয়াপন্থী হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ।
টেলিভিশনে ভাষণে হাসান নাসারুল্লাহ বলেন, ‘যে সব খবর ছড়িয়েছে তা আমি স্পষ্টভাবে প্রত্যাখান করছি। এই দাবিগুলো মিথ্যা, যা সত্য নয়’। তিনি আরও যোগ করেন, ‘হিজবুল্লাহর কোনও যোদ্ধা বা বিশেষজ্ঞ যুদ্ধক্ষেত্রে যাচ্ছে না’।
এর আগে কিয়েভ দাবি করে, ইউক্রেনে রাশিয়ার পক্ষে যুদ্ধের জন্য সিরিয়া এবং হিজবুল্লাহ থেকে কমপক্ষে এক হাজার যোদ্ধা নিয়োগ দিয়েছে মস্কো। পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো একাধিক বার জানায়, ইউক্রেনের ময়দানে লড়াইয়ের জন্য ভাড়াটে সেনা সংগ্রহ করছে রাশিয়া। এসব অভিযোগ নিয়ে মন্তব্য পাওয়া যায়নি ক্রেমলিনের।
গত ২৪ ফেব্রুয়ারি পুতিনের নির্দেশে সামরিক অভিযানে নেমেছে রুশ বাহিনী। এই অভিযানকে অবৈধ অ্যাখা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র।