মধ্য ইউক্রেনের শহর ভিনিতসিয়ায় রুশ বাহিনীর ছোড়া অন্তত তিনটি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা বাহিনী। স্থানীয় সময় শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।
এর আগে থেকেই ভিনিতসিয়ায় রাশিয়ার সেনাদের মুহুর্মুহু রকেট হামলার মুখে পড়ে ইউক্রেন। গত দুই সপ্তাহজুড়ে রকেট হামলায় সেখানকার টিভি টাওয়ার ও এয়ারপোর্ট ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।
এদিকে মারিউপোল নিয়ে নিজের প্রচণ্ড উদ্বেগের কথা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। এলিসি প্রাসাদ এক বিবৃতিতে এ কথা জানায়। বিবৃতি ম্যাক্রোঁর উদ্বেগের কথা জানিয়ে বলা হয়, কয়েকদিন ধরেই শহরটি রুশ হামলায় জর্জরিত।
ফ্রান্সের রাষ্ট্রীয় ওই বিবৃতিতে আরও জানানো হয়, প্রেসিডেন্ট ম্যাক্রোঁ পুতিনকে বলেছেন, তিনি যেন দ্রুত মারিউপোলে হামলা বন্ধ করার নির্দেশ দেন।