https://public-voice24.com/wp-content/uploads/2022/03/favicon.ico-300x300.png
ঢাকাবৃহস্পতিবার , ২৩শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

খুলনায় স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণ

পাবলিক ভয়েস
মার্চ ১৯, ২০২২ ২:১৫ অপরাহ্ণ
Link Copied!

খুলনার শিরোমণি এলাকার একটি গ্যারেজে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধভাবে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় হওয়া মামলায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

মহানগরীর খানজাহান আলী থানার তেতুলতলা রেলক্রসিংয়ের পাশে কামরুলের গ্যারেজে শুক্রবার দিবাগত রাতে (১৮ মার্চ) এ ঘটনা ঘটে।

জানা যায়, ধর্ষণের শিকার নারী স্বামীর সঙ্গে কামরুলের গ্যারেজের সামনে দিয়ে যাচ্ছিলেন। এ সময় ৪-৫ জন লোক জোরপূর্বক তাদের তুলে গ্যারেজের মধ্যে নিয়ে যায়। পরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়।

খানজাহান আলী থানার ওসি প্রবীর কুমার বিশ্বাস বলেন, এজাহারভুক্ত আসামি গ্যারেজ মালিক আ. মালেকের ছেলে কামরুলকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

কেএমপির সহকারী পুলিশ কমিশনার মো. আবু জাফর বলেন, ধর্ষণের শিকার নারীকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। তিনি বাদী হয়ে চার জনের নামে মামলা (মামলা নম্বর-৬, তারিখ- ১৯/০৩/২২) দায়ের করেছেন।