ভোলার চরফশ্যানে গত ৪ মার্চ ভোরে অবস্থায় শাশ্বতী রায় চৈতী নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। শ্বশুরবাড়ীর লোকজন এটাকে আত্মহত্যা দাবি করলেও একে ’অস্বাভাবিক মৃত্যু’ দাবি করে এর সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচারের দাবি জানিয়েছেন তার সহপাঠী ও স্বজনরা।
শনিবার (১৯ মার্চ) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এই দাবিতে মানববন্ধন করেছেন তারা।
মানববন্ধনে ওই চৈতীর শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে তাকে নানাভাবে শারীরিক ও মানসিকভাবে নির্যাতনেরও অভিযোগ করেন তারা।
মানববন্ধনে বক্তারা বলেন, মাধ্যমিকে পড়াকালীন চৈতীর সঙ্গে প্রেম হয় একই এলাকার মানস মজুমদার শাওন নামে এক যুবকের। দীর্ঘ ৯ বছর প্রেম সম্পর্কের পূর্ণতা পায় ২০২১ সালে তাদের বিয়ের মাধ্যমে। কিন্তু এরপর থেকেই শ্বশুরবাড়ির লোকজনের দ্বারা বিভিন্নভাবে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয় চৈতী। বিয়ের প্রায় এক বছরের মাথায় গত ৪ মার্চ ভোরে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় চৈতীর লাশ পাওয়া যায়।
তার বলেন, ‘চৈতীর এ মৃত্যু রহস্যজনক। আমরা চরফ্যাশন সরকারি কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের একটাই দাবি, চৈতীর এই রহস্যজনক মৃত্যুর সঠিক তদন্ত যেন নিশ্চিত করা হয় এবং জড়িতদের দ্রুত বিচারের দাবি করা হয়।
মানববন্ধনে চরফ্যাশন সরকারি কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন, সাইদুল ইসলাম, তানভীর আহমেদ ও নওশাদ প্রমুখ।