মস্কোর ফুটবল স্টেডিয়ামে সমর্থকদের উদ্দেশে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভাষণের মাঝখানেই বন্ধ হয়ে যায় রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের সরাসরি সম্প্রচার। শুক্রবার এই ভাষণ দেন তিনি।
সরাসরি সম্প্রচার বন্ধ হয়ে যাওয়ার পর টেলিভিশনে প্রচার হতে থাকে একই আয়োজনের পূর্বে ধারণ করা অংশ।
রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয়। আর এই চ্যানেলে প্রেসিডেন্ট পুতিনের বক্তব্য প্রচারে বিঘ্নের ঘটনা বিরল।
পরে ক্রেমলিনের তরফে বলা হয়, সার্ভারে প্রযুক্তিগত সমস্যায় সম্প্রচারে বিঘ্ন ঘটেছে।
প্রায় দশ মিনিট পর ফের সম্প্রচার শুরু করে রাষ্ট্রীয় টেলিভিশন। তখন প্রেসিডেন্ট পুতিনের মঞ্চে আরোহণ থেকে শুরু করে পুরো ভাষণ এবং তার মঞ্চ ছেড়ে যাওয়ার পুরো অনুষ্ঠান ফের চালানো হয়।
ইউক্রেনে যুদ্ধরত সেনাবাহিনীর প্রতি সমর্থন প্রদর্শন এবং ২০১৪ সালে ক্রিমিয়া দখলের বর্ষপূর্তি উপলক্ষে ওই আয়োজন করা হয়।