সুগন্ধা নদীর ভয়াবহ ভাঙন থেকে বরিশাল বিমান বন্দর রক্ষায় মহাপরিকল্পনা হাতে নেওয়া হচ্ছে। এ লক্ষ্যে শনিবার (১৯ মার্চ) সকাল সাড়ে ১১টায় সুগন্ধা নদীর ভাঙনকবলিত এলাকা পরিবদর্শন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মাহবুব আলী।
এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিমান প্রতিমন্ত্রী বলেন, নদী ভাঙনে যাতে বরিশাল বিমান বন্দরের কোনও ক্ষতি না হয় সে জন্য মহাপরিকল্পনা হাতে নেওয়া হচ্ছে। বর্তমানে ভাঙন প্রতিরোধে সাময়িক পরিকল্পনাও হাতে নেওয়া হয়েছে। সে কাজ চলমান রয়েছে। আগামীতে বিমান বন্দরের রানওয়ে সম্প্রসারণ করলে ভাঙন যাতে কোনও ক্ষতি করতে না পারে এ জন্য পানি সম্পদ মন্ত্রণালয়ের সঙ্গে যৌথভাবে কাজ করা হবে।
এরপর প্রতিমন্ত্রী স্পিডবোটে করে সুগন্ধা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কর্নেল অব. জাহিদ ফারুক শামীম ও সংরক্ষিত আসনের এমপি রুবিনা আক্তার মীরা এবং বিমান ও পানি সম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তারা।