রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এ ব্লকের একটি ছয়তলা ভবনের ছয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৯ মার্চ) সকাল ১০টার পর এ ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কাজ করছে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা আক্তার এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, নিয়ন্ত্রণ কক্ষে ১০টা পর আগুন লাগার খবর পাওয়া যায়। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। বসুন্ধরা আবাসিক এলাকার এ ব্লকের ১০৩ নম্বরের ছয়তলা ভবনের ছয় তলায় আগুন লাগে।
আগুন নিয়ন্ত্রণে আসার পর তদন্ত সাপেক্ষে আগুন লাগার কারণ সম্পর্কে বিস্তারিত জানানো সম্ভব হবে বলেও জানান তিনি। এখন পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।