https://public-voice24.com/wp-content/uploads/2022/03/favicon.ico-300x300.png
ঢাকাবৃহস্পতিবার , ২৩শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

৬০ টাকা কেজি কাঁচামরিচ

পাবলিক ভয়েস
মার্চ ১৯, ২০২২ ১:০২ অপরাহ্ণ
Link Copied!

সরবরাহ বাড়ায় বাজারে কমতে শুরু করেছে কাঁচামরিচের দাম। হিলিতে দু’দিনের ব্যবধানে পাইকারিতে দাম প্রতিকেজিতে ২০ টাকা কমেছে। দুদিন আগেও প্রতিকেজি মরিচ ৮০ টাকা দরে বিক্রি হলেও বর্তমানে তা কমে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। একইভাবে খুচরাতেও মরিচের দাম কমেছে। আগে ১০০ টাকা বিক্রি হলেও তা কমে ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

হিলি বাজারে কাঁচামরিচ কিনতে আসা আশরাফুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, সামনে রমজান আসছে। এর আগেই নিত্য প্রয়োজনীয় অনেক পণ্যের সঙ্গে মরিচের দামও বেড়েছিল। এতে আমাদের মতো নিন্ম আয়ের মানুষজন বিপাকে পড়েন। তবে এখন আবারও দাম কমতে শুরু করেছে। দাম যদি আরও কমে আগের মতো স্বাভাবিক হয় ও রমজানে দাম কমতির দিকে থাকে তাহলে আমাদের জন্য ভালো হয়।

হিলি বাজারের কাঁচামালের ব্যবসায়ী বিপ্লব শেখ বাংলা ট্রিবিউনকে বলেন, কাঁচামালের দাম নির্ভর করে বাজারে পণ্যের সরবরাহের ওপর। মৌসুম শেষ হওয়ার কারণে বাজারে মরিচের সরবরাহ কমে যায়। এতে দাম বেড়ে গিয়েছিল। এখন নীলফামারী ও ডোমারসহ আশপাশের বিভিন্ন অঞ্চলে নতুন মরিচ উঠতে শুরু করায় বাজারে আবারও সররবাহ বেড়েছে। এ কারণে দাম কমতে শুরু করেছে।