রাজধানীর গেণ্ডারিয়া এলাকার মনিজা রহমান গার্লস স্কুল অ্যান্ড কলেজের ২০২১-২২ সেশনের শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষা দেওয়া ও প্রতিষ্ঠানটির অধ্যক্ষ লুৎফন্নাহারের পদত্যাগের দাবিতে সকাল থেকে চলমান বিক্ষোভে বিশৃঙ্খল ও উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
রবিবার (২০ মার্চ) প্রেস ক্লাবের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ থামাতে পুলিশ অধ্যক্ষ লুৎফন্নাহারকে উপস্থিত করেন। এসময় শিক্ষার্থীরা তার কাছে ২০২২-২০২৩ সালের পরীক্ষা দেওয়ার নিশ্চয়তা চাইলে তিনি শুধু ২০২২ সালের পরীক্ষার্থীদের নিশ্চয়তা দেন। এ নিয়ে শিক্ষার্থীরা ক্ষোভে ফেটে পড়েন। তৎক্ষণাৎ পুলিশ পরিস্থিতি শান্ত করতে অধ্যক্ষ লুৎফন্নাহারকে প্রেস ক্লাবে অবস্থিত পুলিশ বক্সে নিয়ে যায়। সেই মুহূর্তে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধাক্কাধাক্কি হয়।
শাহবাগ থানার পেট্রোল ইন্সপেক্টর শেখ আবুল বাশার বলেন, প্রিন্সিপালকে গাড়ি থেকে নামানোর পর মেয়েরা বেশ উত্তেজিত হয়ে ধাক্কা দিতে থাকে। এসময় ধাক্কাধাক্কিতে দুই একজন আহত হয়ে থাকতে পারে।