কক্সবাজারের টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ রোহিঙ্গা যুবক মো. জোবায়েরকে (২১) আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (১৬ এপিবিএন) সদস্যরা। আটক যুবক নয়াপাড়া ক্যাম্পের ডি ব্লকের নাছিরের ছেলে। সে ডাকাত দলের সদস্য বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (১৯ মার্চ) সন্ধ্যায় নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের ডি ব্লক থেকে তাকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেন ১৬ এপিবিএনের অধিনায়ক সহকারী পুলিশ সুপার তারিকুল ইসলাম।
তিনি বলেন, রোহিঙ্গা ক্যাম্পের ভেতরে ডি ব্লকে সশস্ত্র ডাকাত দলের অবস্থানের সংবাদ পেয়ে অভিযান চালায় এপিবিএন সদস্যরা। অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে গেলেও ধাওয়া দিয়ে জোবায়েরকে আটক করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে তিনটি চাপাতি, চারটি বিভিন্ন সাইজের রামদা, একটি হাতুড়ি, দুটি ছুরি এবং একটি লোহার পাইপ উদ্ধার করা হয়।
আইনি প্রক্রিয়া শেষে জব্দ হওয়া অস্ত্রসহ আসামিকে স্থানীয় থানায় হস্তান্তর করা হবে বলে জানান এপিবিএন কর্মকর্তা।