ইউক্রেন যুদ্ধে চীন ইতিহাসের সঠিক পক্ষে রয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। রবিবার এক প্রতিবেদনে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
এক বিবৃতিতে চীন তার সিদ্ধান্ত স্বাধীনভাবে নেবে পুনর্ব্যক্ত করে ওয়াং বলেন, আমরা সব সময় শান্তি বজায় রাখার পক্ষে এবং যুদ্ধের বিরোধিতা করে আসছি।
চীনের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, যুদ্ধ বন্ধে দীর্ঘমেয়াদি সমাধান হলো শীতল যুদ্ধের মানসিকতা পরিহার করা। সংঘর্ষে লিপ্ত হওয়া থেকে বিরত থাকা এবং সত্যিকার অর্থে ভারসাম্যপূর্ণ, কার্যকর এবং স্থায়ীভাবে আঞ্চলিক নিরাপত্তা গঠন করা। শুধু এভাবেই ইউরোপীয় মহাদেশে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা অর্জন করা যেতে পারে।
ওয়াং ই-এর মন্তব্যের আগে শুক্রবার চীনের প্রেসিডেন্টের সঙ্গে ভিডিও কনফারেন্সে আলাপ করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সহযোগিতা করলে এরজন্য বেইজিংকে পরিণতি ভোগ করতে হবে বলে শি জিনপিংকে সতর্ক করেন তিনি।
এর আগে ইউক্রেনে অভিযানের জেরে রাশিয়ার বিরুদ্ধে ভোটদানে বিরত থাকে চীন। রাশিয়ার দীর্ঘ দিনের মিত্র দেশ চীন। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের আগে বেইজিংকে সফর করেন পুতিন।