আগের ম্যাচেই ইতিহাস গড়েছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার মাটিতে পেয়েছে প্রথম জয়। এই আনন্দের মাঝেই আবার সিরিজ জয়ের হাতছানি। সেই লক্ষ্যে আজ (রবিবার) দ্বিতীয় ওয়ানডেতে নামছে বাংলাদেশ। জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক তামিম ইকবাল।
সেঞ্চুরিয়নের ওয়ানডে জিতেছে বাংলাদেশ। স্বাভাবিকভাবেই উইনিং কম্বিনেশন ধরে রেখেছে সফরকারীরা। আগের একাদশই নামছে ওয়ান্ডারার্সে।