রাজধানীর বাড্ডায় ট্রাকের ধাক্কায় তারামিয়া (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহতের বাম পা কাটা, স্টিলের ক্রেস নিয়ে চলাফেরা করতেন। রবিবার (২০ মার্চ) ভোর ৪ টায় পূর্ব বাড্ডা শাহাবুদ্দিন মোড়ে কবরস্থান রোডে এ দুর্ঘটনাটি ঘটে।
বাড্ডা থানার উপ-পরিদর্শক এসআই গোলাম মোস্তফা বলেন, রাস্তা পারাপারের সময় দ্রুতগতির ট্রাকের ধাক্কায় তিনি ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে ভোর সাড়ে ৪টায় লাশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি শনাক্ত করা যায়নি। সিসি ফুটেজ দেখে শনাক্তের চেষ্টা চলছে।
এসআই আরও বলেন, তারা মিয়া দীর্ঘ পাঁচ বছর যাবত পঙ্গু অবস্থায় চলাফেরা করতেন।
মৃতের ছেলে রুবেল মিয়া জানান, পূর্ব বাড্ডা কবরস্থানে রোডের ভাড়া বাসা থেকে তিনি ভোরে চা খেতে বের হন। তার বাবার দীর্ঘ ১৩ বছর যাবত পায়ে গেনডিং সমস্যা ছিল। পাঁচ বছর আগে তার বাম পা হাঁটুর নিচ থেকে কেটে ফেলা হয়। স্টিলের ক্রেসে ভর করে চলাফেরা করতেন তিনি।
তার গ্রামের বাড়ি কুমিল্লা তিতাস উপজেলা চর মোহনপুরে।