https://public-voice24.com/wp-content/uploads/2022/03/favicon.ico-300x300.png
ঢাকাবৃহস্পতিবার , ২৩শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

মারিউপোলে রুশ অবরোধকে ‘যুদ্ধাপরাধ’ আখ্যাঃ জেলেনেস্কি

পাবলিক ভয়েস
মার্চ ২০, ২০২২ ১২:৪৫ অপরাহ্ণ
Link Copied!

ইউক্রেনের মারিউপোল শহরে রুশ বাহিনীর অবরোধকে যুদ্ধাপরাধ আখ্যা দিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রুশ সীমান্তবর্তী ইউক্রেনের কৌশলগত গুরুত্বপূর্ণ এই শহরটি অবরোধ করে রেখেছে রাশিয়ান বাহিনী। রবিবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে রুশ বর্বরতার নিন্দা জানান জেলেনস্কি।

ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, একটি শান্তিপূর্ণ শহরকে দখল করতে যা করেছে তা সন্ত্রাসী কার্যকলাপ। আগামী শতাব্দী পর্যন্ত স্মরণ করা হবে। মারিউপোল রুশ সীমান্তের একেবারে কাছে হওয়ায় অল্প সময়ের মধ্যে শহরটিকে ঘিরে ফেলে রুশ যোদ্ধারা। কিয়েভ বলছে, শহরটিতে লড়াই চালিয়ে যাচ্ছে ইউক্রেনীয় বাহিনী।

দুই দেশের বাহিনীর মধ্যে তীব্র লড়াই অব্যাহত থাকায় অনেক রুশ সেনা নিহত হয়েছেন বলে দাবি করেন জেলেনস্কি। তীব্র লড়াইয়ে নিহত রুশ সেনাদের মরদেহ স্তূপ করে রাখা হয়েছে। রুশ সামরিক বাহিনী নিজেদের সেনাদের মৃতদেহ সরিয়ে নিচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।

কিয়েভের দাবি, যুদ্ধে এ পর্যন্ত ১৪ হাজার রুশ সেনা নিহত হয়েছেন। এছাড়াও অনেক বিমান, হেলিকপ্টার, আর্টিলারি ধ্বংস করেছে ইউক্রেনীয় বাহিনী।