আগের ম্যাচে দুই ওপেনারদের ভালো শুরুর ওপর দাঁড়িয়ে ম্যাচ জেতানো ইনিংস খেলেছিলেন সাকিব আল হাসান। কিন্তু আজকের ম্যাচে শুরুটা ভালো করতে পারেননি অধিনায়ক তামিম ইকবাল। তার দেখানো পথে সাজঘরে ফিরে গেলেন দলের প্রাণভোমরা সাকিবও।
তামিমের মতোই লাফিয়ে ওঠা ডেলিভারিতে কুপোকাত হয়েছেন সাকিব। কাগিসো রাবাদার করা নিজের দ্বিতীয় ও ইনিংসের চতুর্থ ওভারের তৃতীয় বলে ফ্লিক করতে চেয়েছিলেন সাকিব। কিন্তু বল হাতে ব্যাতের বাইরের কানায় লেগে চলে যায় কভারে দাঁড়ানো কাইল ভেরেনের হাতে।
আউট হওয়ার আগে ছয় বল খেলেও রানের খাতা খুলতে পারেননি বিশ্বসেরা অলরাউন্ডার। এ নিয়ে ক্যারিয়ারে ১২তম ডাক তথা শূন্য রানে আউট হলেন সাকিব। তার আগে ৪ বলে ১ রান করে আউট হয়ে গেছেন তামিমও। শুরুতেই দুই উইকেট হারিয়ে কঠিন চাপে বাংলাদেশ।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৮ রান। ক্রিজে রয়েছেন ডানহাতি ওপেনার লিটন দাস ও উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিম।