https://public-voice24.com/wp-content/uploads/2022/03/favicon.ico-300x300.png
ঢাকাবুধবার , ২৯শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

স্কুলছাত্রীর আত্মহত্যা বাবা-মা বকাতে

পাবলিক ভয়েস
মার্চ ২০, ২০২২ ৭:১১ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর কামরাঙ্গীরচরে লেখাপড়া নিয়ে বাবা-মা বকা দেওয়ায় অভিমানে জুলি আক্তার (১৬) নামের স্কুলছাত্রী কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শনিবার (২০ মার্চ) রাত ১০টায় এ ঘটনা ঘটে।

কামরাঙ্গীরচর থানার উপ-পরিদর্শক শিহাবুল ইসলাম বলেন, শনিবার দিবাগত সাড়ে  দশটায় পশ্চিম রসুলপুর হানিফ মিয়ার বাড়ির চারতলা থেকে ওই স্কুলছাত্রীর লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে  ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

প্রাথমিক তদন্তে জানা যায়, রাতে লেখাপড়া নিয়ে বাবা- মায়ের সঙ্গে জুলির তর্ক-বিতর্ক হয়। বকা দিলে অভিমান করে নিজের শয়নকক্ষের দরজা বন্ধ করে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয় সে। পরে স্বজনরা দরজা ভেঙে পুলিশকে খবর দেয়। পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে।

শিহাবুল ইসলাম বলেন, প্রাথমিক ধারণা করা হচ্ছে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে সঠিক কারণ বলা যাবে।

জুলি ঢাকার দোহার মালিকান্দা গ্রামের এমব্রয়ডারি কারখানার শ্রমিক জুলহাস মিয়ার মেয়ে। সে বাবা-মায়ের সঙ্গে কামরাঙ্গীরচর পশ্চিম রসুলপুর হানিফ মিয়ার বাড়ির চার তলায় ভাড়া বাসায় থাকতো।

কামরাঙ্গীরচর স্থানীয় ক্যামব্রিজ স্কুলের এসএসসি পরীক্ষার্থী ছিল সে।