https://public-voice24.com/wp-content/uploads/2022/03/favicon.ico-300x300.png
ঢাকাবৃহস্পতিবার , ২৩শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

ট্রলারসহ দশ লাখ ফাইস্যা পোনা উদ্ধার, ৮ জন গ্রেফতার

পাবলিক ভয়েস
মার্চ ২১, ২০২২ ১২:৪১ অপরাহ্ণ
Link Copied!

পটুয়াখালীর কলাপাড়ায় প্রায় ১০ লাখ ফাইস্যা পোনাসহ একটি মাছধরার ট্রলার এবং ৮ জেলেকে গ্রেফতার করেছে মহিপুর থানা পুলিশ।

রোববার (২০ মার্চ) রাত ১০টায় উপজেলা সংলগ্ন বঙ্গোপসাগরের চর বিজয় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

পরে রাতেই সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহার নির্দেশে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের ও কলপাড়া উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র অফিসার মহাসিন আহমেদের উপস্থিতিতে এসব পোনা খাপড়াভাঙ্গা নদীতে অবমুক্ত করা হয়। এসব ফাইস্যা পোনার অবৈধ বাজার মূল্য প্রায় ৪ লাখ টাকা।

গ্রেফতাররা হলেন- হযরত আলী (৩৭), আরিফুল ইসলাম (২৫), রিপন হোসেন (১৭), মঈনউদ্দিন (২৭), আইয়ুব আলী (৪৬), একরামুল (৩৪), মনজু (২৮) ও মামুন (৩৩)। তাদের সবার বাড়ি খুলনার কয়রা উপজেলার উত্তর বেদকাশি গ্রামে।

পুলিশ ও স্থানীয় জেলেদের সূত্রে জানা যায়, চর বিজয় থেকে এসব পোনা শিকার করে সাতক্ষীরা এলাকায় বিক্রি করতে চেয়েছিলো গ্রেফতার জেলেরা। এভাবে দীর্ঘদিন ঘরে অবৈধ নেট জাল ব্যবহার করে কিছু অসাধু জেলে ফাইস্যা পোনা শিকার করে আসছে। এ অবৈধ নেট ব্যবহারের ফলে ইলিশ ও চিংড়িসহ বিভিন্ন মাছের লাখ লাখ পোনা মারা যায়। এসব অসাধু জেলেদের বিরুদ্ধে বেশ কয়েকবার অভিযান চালিয়েও তাদের থামানো যাচ্ছে না।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, যে সকল জেলেরা পোনা ধ্বংস করে তাদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসা হবে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০ লাখ পোনাসহ তাদের গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। আজই তাদের আদালতে সোপর্দ করা হইবে।