সাতক্ষীরার কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে যাওয়া এক শিশুকে বাঁচাতে গিয়ে স্নেহা আক্তার ফারিয়া নামের আরেক শিশু ডুবে মারা গেছে। উপজেলার লক্ষ্মীখোলা গ্রামে রবিবার এ ঘটনা ঘটে। ছয় বছর বয়সী স্নেহা উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়নের শিবানন্দকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী। তার বাবার নাম শওকাত আলী।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শিবানন্দকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ওহিদুল হক।
তিনি জানান, স্নেহা আক্তার ফারিয়া রবিবার ক্লাস শেষে স্কুল থেকে বাড়িতে যায়। পরে গোসলের সময় পানিতে ডুবে তার মৃত্যু হয়। তবে মেয়েটি সাঁতার জানতো। গোসলের সময় সাঁতার না জানা অন্য একটি মেয়েকে বাঁচাতে গিয়ে ফারিয়া পানিতে ডুবে যায় এবং সাঁতার না জানা মেয়েটি বেঁচে যায়।
তিনি আরও জানান, রাতে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।