সিরাজগঞ্জের বেলকুচিতে ওষুধের দোকান থেকে ৫৮৯ বোতল অ্যালকোহলসহ ইয়াসিন আরাফাত (২০) নামের এক যুবককে আটক করেছে র্যাব।
সোমবার (২১ মার্চ) দুপুর ১২টার দিকে র্যাব-১২ এর মেজর (মিডিয়া অফিসার) এম. রিফাত-বিন-আসাদ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় র্যাব। এসময় বেলকুচি পৌর এলাকার মনির হোমিও হলের অভিযান চালিয়ে ৫৮৯ বোতল অ্যালকোহলসহ উপজেলার বেড়াখারুয়া গ্রামের শাহ-আলমের ছেলে আরাফাতকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি মোবাইল ও নগদ ছয় হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।
রিফাত-বিন-আসাদ আরও জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা দিয়ে তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।