https://public-voice24.com/wp-content/uploads/2022/03/favicon.ico-300x300.png
ঢাকাবুধবার , ২৯শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

ভাসানচরে যাচ্ছে ১৪৯ রোহিঙ্গা

পাবলিক ভয়েস
মার্চ ২২, ২০২২ ৭:২০ অপরাহ্ণ
Link Copied!

সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় সোনাদিয়া দ্বীপে উদ্ধার ১৪৯ রোহিঙ্গাকে নোয়াখালীর ভাসানচরে পাঠিয়ে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২২ মার্চ) ভোরে তিনটি বাসে করে তাদের ভাসানচরে পাঠানোর জন্য চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়েছে।

এর আগে সোমবার বিকেলে মহেশখালীর সোনাদিয়া দ্বীপ থেকে এসব রোহিঙ্গাকে মহেশখালী থানার পুলিশের একটি টিম উদ্ধার করে। উদ্ধারকৃত রোহিঙ্গারা দালালদের সহযোগিতায় মালয়েশিয়ায় যেতে কক্সবাজারের উখিয়া টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে সোনাদিয়া দ্বীপে জড়ো করছিল বলে জানান পুলিশ।

পুলিশি জিজ্ঞাসাবাদে রোহিঙ্গারা জানিয়েছেন, কয়েক দিন আগে থেকে তাদের মালয়েশিয়া নিয়ে যাওয়ার কথা বলে একটি ইঞ্জিনচালিত নৌকায় তুলে নেন দালাল চক্র। পরে তাদের সোমবার মহেশখালীর সোনাদিয়া দ্বীপে নামিয়ে দিয়ে দালাল চক্রটি নৌকা নিয়ে পালিয়ে যান।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম জানান, সোনাদিয়া দ্বীপে প্রথমে ১৩৫ জন রাতে আরও ১৪ জন রোহিঙ্গাকে উদ্ধার করা হয়। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী তাদের নোয়াখালীর ভাসানচরে পাঠিয়ে দেওয়া হয়েছে।

এর আগে বিভিন্ন দফায় রোহিঙ্গা ক্যাম্প থেকে ২২ হাজারেরও অধিক রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করা হয়েছে।