বাংলাদেশ ও ওমানের মধ্যে শ্রমভিত্তিক সম্পর্কের বাইরে গিয়ে কাজ করতে রাজি হয়েছে উভয় দেশের সরকার। বৃহস্পতিবার (২৪ মার্চ) পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডেপুটি মিনিস্টার শেখ খলিফা আল হার্থির মধ্যে এক বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়।
বৈঠক শেষে ওমানের ডেপুটি মিনিস্টার বলেন, ‘আমরা প্রথাগত শ্রমভিত্তিক সম্পর্কের বাইরে কাজ করতে চাই।’
খাদ্য নিরাপত্তা, জ্বালানি, মৎস্য সম্পদে ওমানের আগ্রহ আছে জানিয়ে তিনি বলেন, ‘সবজি আমদানিতে আমাদের সহযোগিতা থাকবে।’
ওমানে অন্য সব দেশ থেকে বাংলাদেশের লোক বেশি আছে জানিয়ে শেখ খলিফা আল হার্থি বলেন, ‘আমরা আরও দক্ষ শ্রমিক চাই বাংলাদেশ থেকে।’
দুই দেশের সম্পর্কে গতি এসেছে জানিয়ে তিনি বলেন, ‘গত এক বছরে পররাষ্ট্র সচিব পর্যায়ে এটি আমাদের দ্বিতীয় বৈঠক এবং এটা প্রমাণ করে আমরা এগিয়ে যাচ্ছি।’
পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন,‘ আমরা সমন্বিত অংশীদারমূলক সম্পর্ক তৈরি করতে চাই।’
বাংলাদেশের রয়েছে ভিশন ২০৪১ এবং ওমানে রয়েছে ভিশন ২০৪০। এ দুটোর মধ্যে সমন্বয় করা সম্ভব বলে মন্ত্রী জানান।
এদিকে বাংলাদেশ ও ওমানের কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের ভিসা মওকুফ চুক্তি সই করা হয়েছে।