বগুড়ার সান্তাহার রেলওয়ে জংশনের প্ল্যাটফরমে আনুমানিক ১০ কোটি টাকা মূল্যের আট কেজি ৬০০ গ্রাম ওজনের একটি কষ্টিপাথর পাওয়া গেছে। বৃহস্পতিবার বিকালে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ মূল্যবান পাথরটি উদ্ধার করে। ওই থানার ওসি সাকিউল আযম এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে সান্তাহার জংশনের ৪ নম্বর প্ল্যাটফরমে একটি ট্রাভেল ব্যাগ পড়ে ছিল। খবর পেয়ে রেলওয়ে থানা পুলিশ সেখানে আসে। ব্যাগের চেইন খুললে ভেতরে আট কেজি ৬০০ গ্রাম ওজনের একটি কষ্টিপাথর পাওয়া যায়। যার ওপরে গণেশসহ ১০ জন দেবতার প্রতিকৃতি খোদাই করা রয়েছে।
সান্তাহার রেলওয়ে থানার ওসি জানান, মূল্যবান কষ্টিপাথরটি কোথাও পাচারের জন্য জংশনে আনা হয়েছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা ট্রাভেল ব্যাগটি ফেলে পালিয়ে যায়। বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে ব্যাগে থাকা পাথরটি জব্দ করা হয়েছে। এর মূল্য আট থেকে ১০ কোটি টাকা হবে। এ ব্যাপারে থানায় জিডি করা হয়েছে। পাথরটি বগুড়ার মহাস্থান জাদুঘরে হস্তান্তর করতে আদালতে আবেদন করা হবে। অনুমতি পেলে আনুষ্ঠানিকভাবে জাদুঘরে জমা দেওয়া হবে।