https://public-voice24.com/wp-content/uploads/2022/03/favicon.ico-300x300.png
ঢাকাবৃহস্পতিবার , ২৩শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

দুর্ঘটনার ফলে হাসপাতালে ভর্তি পরীমণি

পাবলিক ভয়েস
মার্চ ২৭, ২০২২ ৭:৪০ অপরাহ্ণ
Link Copied!

দুর্ঘটনায় আহত হলেন ঢাকাই ছবির আলোচিত নায়িকা পরীমণি। ভর্তি হতে হলো রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে। শরীরের দেওয়া হচ্ছে রক্ত!

দুর্ঘটনা প্রসঙ্গে এটুকুই জানালেন পরী। ভেরিফায়েড পেইজে নিজ হাতের একটি ছবি প্রকাশ করে ক্যাপশনে লিখেছেন, ‘অ্যান এক্সিডেন্ট।’ ছবিতে দেখা মিলছে হাসপাতালের বিছানায় পরী, হাতে লাগানো রক্তের সুই।

রবিবার (২৭ মার্চ) বিকালে এসব তথ্য প্রকাশের পর পরীর কাছ থেকে আর কোনও মন্তব্য বা আপডেট মেলেনি। পাওয়া যায়নি স্বামী-নায়ক শরিফুল রাজের মন্তব্যও।

গত ১১ মার্চ থেকে বেশ ফুরফুরে মেজাজে মাতৃত্বকালীন ছুটি কাটাচ্ছিলেন ঢাকাই সিনেমার এই ব্যস্ত নায়িকা। সর্বশেষ তিনি ১০ মার্চ শেষ করেছেন অরণ্য আনোয়ারের ‘মা’ ছবির কাজ। এরমধ্যেই মুক্তি পেয়েছে রাজ-পরী জুটির প্রেমময় ছবি ‘গুণিন’। যে ছবি করতে গিয়ে তাদের পরিচয়, প্রেম ও বিয়ের ঘটনা ঘটে।