ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত দেশটিতে ১৭ হাজার ২০০ রুশ সেনা নিহত হয়েছে। এমন দাবি করেছে ইউক্রেনের সেনাবাহিনী। মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
ফেসবুকে দেওয়া পোস্টে ইউক্রেনের সেনাবহিনী দাবি করেছে, রাশিয়া এ পর্যন্ত ৫৯৭টি ট্যাংক, এক হাজার ৭১০টি সাঁজোয়া যান, ১৭৮টি জেট, ১২৯টি হেলিকপ্টার এবং সাতটি জাহাজ হারিয়েছে।
এছাড়া নিহত রুশ সেনাদের ‘দখলদার’ হিসেবে আখ্যায়িত করেছেন ইউক্রেনের সেনাবাহিনী।
এর আগে গত শুক্রবার ইউক্রেনে এক হাজার ৩৫১ জন রুশ সেনা নিহতের কথা স্বীকার করে মস্কো। তবে আল জাজিরার পক্ষ থেকে নিহতের সংখ্যার বিষয়ে কোনও পক্ষের দাবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।