https://public-voice24.com/wp-content/uploads/2022/03/favicon.ico-300x300.png
ঢাকাবুধবার , ২৯শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিমি এলাকাজুড়ে যানজট

পাবলিক ভয়েস
মার্চ ২৯, ২০২২ ১:১৭ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (২৯ মার্চ) ভোর থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব থেকে রাবনা বাইপাস পর্যন্ত যানজটের সৃষ্টি হয়। সকাল ৯টার পর এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত যান চলাচল স্বাভাবিক হয়েছে। ওই সড়কে এখন রাবনা বাইপাস থেকে এলেঙ্গা পর্যন্ত ১০ কিলোমিটার এলাকায় যানজট রয়েছে।

মহাসড়কে পৃথক দুটি দুর্ঘটনার কারণে এ যানজটের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। এতে চরম বিপাকে পড়েছেন যাত্রী ও চালকরা।

জানা যায়, ভোরের দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার সল্লা এলাকায় ট্রাক ও কাভার্ডভ্যানের সংঘর্ষ হয়। এ ছাড়া সকালের দিকে মহাসড়কের ভাবলা এলাকার ৩ নম্বর ব্রিজের ওপর বালুভর্তি ট্রাক বিকল হয়ে যায়। এর ফলে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার এসআই নাজমুল হাসান বলেন, ‘মহাসড়ক থেকে দুর্ঘটনাকবলিত গাড়িগুলো সরিয়ে নেওয়া হয়েছে। সকাল ৯টার পর থেকে এলেঙ্গা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের অংশে যানবাহন স্বাভাবিক গতিতে চলাচল করছে।’

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আতাউর রহমান বলেন, ‘মহাসড়কে পর পর দুটি দুর্ঘটনার ফলে যানজটের সৃষ্টি হয়েছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হচ্ছে।’