ইউক্রেনে রুশ আগ্রাসনকে কেন্দ্র করে দেশটির রুশপন্থী বিচ্ছিন্নতাবাদী অধ্যুষিত অঞ্চলগুলোকে নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। এরইমধ্যে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন ইউক্রেনের রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের স্বঘোষিত ডোনেস্ক পিপলস রিপাবলিকের নেতা ডেনিস পুশিলিন। মঙ্গলবার তিনি বলেছেন, একবার পুরো ডোনেস্কের নিয়ন্ত্রণ নিতে পারলে অঞ্চলটি রাশিয়ায় যোগদানের কথা বিবেচনা করতে পারে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।
ডেনিস পুশিলিন বলেন, ‘রাশিয়ান ফেডারেশনে যোগদানের আকাঙ্ক্ষার জন্য ২০১৪ সাল থেকেই আমাদের স্পষ্টভাবে চিহ্নিত করা হয়ে আসছে।’
তিনি বলেন, এখন মূল কাজ হচ্ছে প্রজাতন্ত্রের সাংবিধানিক সীমানায় পৌঁছানো। এরপরই বাকি বিষয় নির্ধারণ করা হবে।
এর আগে রাশিয়া সমর্থিত পূর্ব ইউক্রেনের আরেক বিদ্রোহী অঞ্চল লুহানস্কের নেতা রাশিয়ায় যোগদানের বিষয়ে গণভোটের আয়োজন করা হতে পারে বলে জানান। এর দুই দিনের মাথায় ডোনেস্ক থেকেও প্রায় একই রকমের প্রতিক্রিয়া এলো।
ইউক্রেনের দাবি, তার দেশের কোনও ভূখণ্ডের এভাবে কথিত গণভোটের মাধ্যমে অন্য দেশের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ নেই। এ ধরনের ভোটাভুটির কোনও আইনি ভিত্তি নেই।
২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ শুরুর নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর তিন দিন আগে তিনি ইউক্রেনের রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রিত স্বঘোষিত লুহানস্ক ও ডোনেস্ক রিপাবলিককে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন। তবে আন্তর্জাতিক সম্প্রদায় এই অঞ্চলগুলোকে কিয়েভের প্রশাসনিক ব্যবস্থার অধীন বলে মনে করে।