Tuesday 27th September 2022

পাবলিক ভয়েস

পৃথিবীর মানুষের জন্য একটি কণ্ঠস্বর

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিএনপির অনশন

এপ্রিল ২, ২০২২ by পাবলিক ভয়েস
No Comments

দেশজুড়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিএনপির পূর্ব ঘোষিত প্রতীকী অনশন শুরু হয়েছে। শনিবার (২ এপ্রিল) সকালে সাড়ে ১০টা থেকে রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনে এই অনশন কর্মসূচি চলছে।

এরইমধ্যে অনশনে অংশ নিতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও দলটির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ছোট-ছোট মিছিল নিয়ে প্রেসক্লাবে সামনে জড়ো হয়েছেন।

ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিক এই প্রতীকী অনশন কর্মসূচিতে সভাপতিত্ব করবেন ঢাকা দক্ষিণ বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান। এছাড়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইমলাম আলমগীরসহ সিনিয়র নেতারা এতে অংশ নিয়েছেন। সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এই অনশন কর্মসূচি চলবে।

বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে ঢাকা মহানগর বিএনপির উদ্যোগে প্রতীকী অনশনের প্রস্তুতি চলছে। অনশনে বিএনপি ও দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনসহ পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা এবং আমন্ত্রিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বক্তব্য দেবেন।

অনশনকে কেন্দ্র করে এরই মধ্যে প্রেসক্লাব সংলগ্ন সড়কটিতে যান চলাচল বন্ধ রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.