বলেশ্বর নদীতে ভাসমান অবস্থায় এক নবজাতকের (মেয়ে) মরদেহ উদ্ধার করেছেন স্থানীয় জেলেরা।
রোববার (৩ এপ্রিল) সকাল ১০টার দিকে বরগুনার পাথরঘাটা উপজেলার বিহঙ্গ চর রুহিতা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এলাকায় এ খবর ছড়িয়ে পড়লে উৎসুক জনতা মরদেহটি দেখতে ভিড় করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মাছ ধরাতে যাওয়ার সময় বলেশ্বর নদীতে কিছু একটা ভাসতে দেখেন জেলেরা। পরে ভাসাতে ভাসতে নৌকার কাছাকাছি এলে দেখা যায় এক নবজাতকের মরদেহ।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাশার জাগো নিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। স্থানীয়রা ধারণা করছে কেউ ট্রলারে করে মরদেহটি এনে এখানে ফেলে গেছে।