https://public-voice24.com/wp-content/uploads/2022/03/favicon.ico-300x300.png
ঢাকাবৃহস্পতিবার , ২৩শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

স্কুলছাত্রীর গোসলের ভিডিও ছড়ানোর হুমকি, গ্রেফতার যুবক

পাবলিক ভয়েস
এপ্রিল ৬, ২০২২ ৩:১৫ অপরাহ্ণ
Link Copied!

জয়পুরহাট সদর উপজেলার শাহপুরে গোপনে এক স্কুলছাত্রীর ভিডিও ধারণের অভিযোগে শাকিল হোসেন (২৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৬ এপ্রিল) সকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

পুলিশ জানায়, গত ২৮ জানুয়ারি দুপুরে উপজেলার শাহাপুরের এক ছাত্রীর ছবি ও ভিডিও ধারণ করে শাকিল। পরে ওই ছাত্রীকে ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া ঞয়। এ অবস্থায় ছাত্রীর বাবা বাদী হয়ে ৫ মার্চ বিকালে শাকিলের নামে জয়পুরহাট সদর থানায় মামলা করেন। মামলার পরই পুলিশ তাকে গ্রেফতার করে।

জয়পুরহাট সদর থানার ওসি আলমগীর জাহান বলেন, মামলার পরই আসামিকে গ্রেফতার করা হয়। সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।