https://public-voice24.com/wp-content/uploads/2022/03/favicon.ico-300x300.png
ঢাকাবৃহস্পতিবার , ২৩শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

রিজভীঃ করোনাকালে স্বাস্থ্য খাতে লুটের চিত্র সামনে এসেছে

পাবলিক ভয়েস
এপ্রিল ৭, ২০২২ ২:৩৫ অপরাহ্ণ
Link Copied!

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘আমরা স্বাস্থ্য খাত নিয়ে সরকারের লুটের চিত্র দেখেছি। করোনাকালে সেই চিত্র আরও পরিষ্কার হয়ে সামনে এসেছে। এ সময় আমরা শাহেদ কাণ্ড, ডা. সাবরিনা কাণ্ড দেখেছি।’

বৃহস্পতিবার (৭ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের সামনে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত এক র‍্যালি শেষে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘আওয়ামী সরকার স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করে ফেলেছে। মানুষ ভালো মানের চিকিৎসা পাচ্ছে না। তাই দেশের বাইরে গিয়ে চিকিৎসা নিতে হচ্ছে।’

মতিঝিলে হোটেল পূর্বানীতে এক আলোচনা সভায় অংশগ্রহণের আহ্বান জানিয়ে রিজভী বলেন, ‘একটা ভালো চিকিৎসা সেবা যেন তৈরি হয়, এ দেশে সেই অঙ্গীকার নিয়ে বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করছে বিএনপি।’

বিএনপি’র স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলামের নেতৃত্বে র‌্যালিতে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমানসহ ড্যাবের নেতারা।