মোস্তফা সরয়ার ফারুকীর ‘টেলিভিশন’ চলচ্চিত্রে গেয়েছিলেন লুৎফর হাসান। গানের শিরোনাম ছিলো ‘ভাবনার রেলগাড়ি’। আইয়ুব বাচ্চুর সুর-সংগীতে আর কবির বকুলের কথায় তৈরি গানটি তাও বছর দশেক আগে করা।
এক দশক পর আবারও প্লেব্যাকে ফিরতে পারলেন লুৎফর হাসান। নতুন ছবি ‘নাকফুল’।
‘ঘুড়ি’খ্যাত এ গায়ক গেয়েছেন ‘ভালো আছে রুম, দুপুরের ঘুম, বিকেলের ভাঙা কাপে চা’ এমন কথার গান।এটি লিখেছেন ফেরারী ফরহাদ। সুর ও সংগীতায়োজন আহমেদ কিসলুর।
প্লেব্যাকে দীর্ঘ সময় অনুপস্থিত থাকার কারণ প্রসঙ্গে জানতে চাইলে গায়কের ঝটপট উত্তর, ‘গত ১০ বছরে কেউ ডাকেনি আমায়।’
গানটি নিয়ে তিনি বলেন, ‘গানটা দারুণ, আমি যেমন লিরিক পছন্দ করি, তেমন। যেমন এই উপমহাদেশীয় সিনেমার সুর-সংগীত পছন্দ করি, সেই চিরায়ত সুর। ফলে গানটা গেয়ে শান্তি পেয়েছি।’
ফেরারী ফরহাদের গল্প ও চিত্রনাট্যে অলোক হাসান পরিচালিত ছবি ‘নাকফুল’। সম্প্রতি মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ‘নাকফুল’র শুটিং শুরু হয়েছে। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন পূজা চেরী ও আদর আজাদ।