https://public-voice24.com/wp-content/uploads/2022/03/favicon.ico-300x300.png
ঢাকাবুধবার , ২৯শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

সাইমন হত্যা মামলায় যুবক গ্রেফতার, কেরানীগঞ্জ

পাবলিক ভয়েস
এপ্রিল ৯, ২০২২ ৪:৪৮ অপরাহ্ণ
Link Copied!

ঢাকার কেরানীগঞ্জ মডেল থানা এলাকায় সাইমন নামে এক ব্যক্তিকে কুপিয়ে ও পায়ের রগ কেটে হত্যার মামলায় শান্ত নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব। সংস্থাটি বলছে, গ্রেফতার শান্ত কেরানীগঞ্জের সন্ত্রাসী মো. সুমন ওরফে ‘গ্লাস’ সুমনের অন্যতম সহযোগী এবং কেরানীগঞ্জের চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের ওয়ারেন্টভুক্ত আসামি।

শুক্রবার (৮ এপ্রিল) কেরানীগঞ্জ মডেল থানা এলাকার পশ্চিম ভাগনা থেকে তাকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে বলে জানিয়েছে র‌্যাব। র‌্যাব-১০ এর সহকারী পরিচালক এনায়েত কবির সোয়েব এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, চলতি বছরের ১৫ জানুয়ারি ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানা এলাকার মুক্তির বালুর মাঠে পরিকল্পিতভাবে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও পায়ের রগ কেটে সাইমন নামে এক ব্যক্তিকে হত্যা করা হয়। পরবর্তী সময়ে সাইমনের ভাই বাদী হয়ে কেরানীগঞ্জ মডেল থানায় হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকায় মো. সুমন ওরফে গ্লাস সুমনসহ আরও পাঁচ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন।

মামলার পর পরই ১৮ জানুয়ারি হত্যাকাণ্ডের প্রধান আসামি গ্লাস সুমনসহ চার জনকে গ্রেফতার করা হয়। শান্ত মামলার ৬ নম্বর আসামি। সে এতদিন পলাতক ছিল।

অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান পরিচালিত হচ্ছে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।